সস্ত্রীক শীর্ষ মাওবাদী নেতা রঞ্জিতের আত্মসমর্পণ
নির্বাচন ডেস্কঃ
প্রকাশিত: ০৬:০১ এএম, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭ আপডেট: ০৮:০৮ পিএম, বুধবার, ২৮ আগস্ট ২০২৪
ভারতের শীর্ষ মাওবাদী নেতা রঞ্জিত পাল আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। রঞ্জিতের সঙ্গে তার স্ত্রী ঝর্ণা গিরি ওরফে অনিতা পালও আত্মসমর্পণ করেছেন।
পুলিশের মোস্ট ওয়ান্টে রঞ্জিত বুধবার পুলিশের হাতে ধরা দেন বলে এক খবরে জানিয়েছে এবিপি আনন্দ।
রঞ্জিত পাল বাঁকুড়ার বারিকুল থানার খেজুরখেন্না গ্রামের বাসিন্দা। শৈশবে লেখাপড়ায় ভালো ছিলেন তিনি। কিন্তু, তরুণ বয়সে হঠাৎই অতিবামপন্থায় ঝুঁকে পড়েন তিনি। দেখতে শান্তশিষ্ট এই রঞ্জিতই ছিলেন পুলিশের কাছে ত্রাস।
এক পুলিশ কর্মকর্তা খুনের ঘটনায় পুলিশের খাতায় প্রথম তার নাম ওঠে ২০০৫ সালে।