আদালত চত্বরে হামলা গ্রহণযোগ্য না: আইন উপদেষ্টা
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ১১:০৮ পিএম, বুধবার, ২৮ আগস্ট ২০২৪ আপডেট: ১২:০৮ এএম, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
আদালত চত্বরে আসামির ওপর যে হামলা হচ্ছে, সেটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এমন ঘটনা যাতে না হয়, সে বিষয়ে তাঁরা বিভিন্ন কৌশল ও চিন্তাভাবনা করছেন।
গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ কথা বলেন। এ দিন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা না–করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না–করা, ছাত্র–জনতার অভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন স্থানে মামলা ও আসামির করাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ বিভিন্ন মামলায় বেশ কয়েকজন সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ১৪–দলীয় জোটের একাধিক শীর্ষস্থানীয় নেতা এবং সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার সময় আদালত চত্বরে কারও কারও ওপর হামলা বা মারধরের মতো ঘটনা ঘটছে। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।